কেঁচো ধরতে গিয়ে যেন সাপ বের হয়ে এলো। সীতাকুণ্ডে এক বাল্য বিয়ে বন্ধ করতে গিয়ে বিয়ের পিঁড়ি থেকে ধরা খেল ভারতীয় নাগরিক সুশান্ত নাথ (২৭)। এ ভারতীয় নাগরিক পাসপোর্টে ঠিকানা লেখা আছে ভারতের কলকাতার পশ্চিম বাংলার বেঙ্গালো। এই ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান রত তার এক নিকট আত্মীয়ের মাধ্যমে বিয়ে করতে বাংলাদেশে আসেন। সন্দ্বীপ থেকে আসা কিশোরীর সাথে এ ভারতীয় নাগরিকের বিয়ে হওয়ার কথা ছিল। রাত ১২ টায় তাদের বিয়ের লগ্ন। ওই কিশোরী ও ভারতীয় নাগরিক উভয়ের আত্মীয় বাঁশবাড়িয়া এলাকার দিপালী বালা নাথ। আজ মঙ্গলবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট আবদুল আল মামুন বাল্য বিয়ে বন্ধের এ অভিযান চালায়। তাদেরকে উপজেলা দক্ষিণ বাঁশবাড়িয়া বাদমতক গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে হাতে নাতে আটক করে। পরে ৪০ হাজার টাকা জরিমানা করে এই বাল্যবিবাহের আয়োজক দিপালী বালা নাথকে। দীপালী বালা নাথের স্বামী মৃত শঙ্কর চন্দ্র নাথ, গ্রাম - দক্ষিণ বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
পরে ওই ভারতীয় নাগরিককে তার আত্মীয় বাংলাদেশের নাগরিক দিপালী মা বালা নাথের জিম্মায় দেওয়া হয়। কিশোরীকে ও তার মা বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এই কিশোরী সন্দ্বীপ উপজেলার একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।