বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। সে একজন মানসিক রোগী। কথা-বার্তা এবং পোশাক পরিচ্ছদে মনে হয় সে কম-বেশি লেখা-পড়া জানা একজন বিবাহিত মহিলা। এমনকি তার একজন ছেলে সন্তানও রয়েছে। গত ১৫-২০দিন আগে মানসিক ভারসাম্যহীন এই মহিলা কোন এক জায়গা থেকে এসে পাবনার সুজানগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের মমরাজপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী টুকুর বাড়ীর বারান্দায় অবস্থান নেয়। মোহাম্মদ আলী টুকুসহ আশপাশের লোকজন তাকে প্রতিদিন খাবার ব্যবস্থা করছেন। তবে সে রাতযাপন করছে মোহাম্মদ আলী টুকুর বসত ঘরের বারান্দায়। এলাকাবাসী তার পরিচয় জানতে চাইলে সে তার নাম নাসিমা খাতুন বলে জানায়। শুধু তাই নয়, সে পার্শ্ববর্তী একটি ভবনের দেয়ালে তার নাম নাসিমা খাতুন বলে লিখে রেখেছে। কিন্তু এর বাইরে সে তার বাবা-মা বা স্বামী সন্তানের নাম কিংবা ঠিকানা কিছুই বলতে পারেনা। তবে তার মনের আকুতি সে তার পরিবার ও আপনজনদের কাছে ফিরে যেতে চায়। যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী টুকু উক্ত মানসিক ভারসাম্যহীন নাসিমাকে যদি কেউ চিনে থাকেন তাহলে সন্ধান দিতে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।