শৈলকুপায় এমাস সীড পেঁয়াজ বীজের মান নিয়ে কৃষক মাঠ দিবস পালিত

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০২:০১ পিএম
শৈলকুপায় এমাস সীড পেঁয়াজ বীজের মান নিয়ে কৃষক মাঠ দিবস পালিত

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার আওধা মাধ্যমিক বিদ্যালয়ে এমাস সীড এন্ড এগ্রো লিমিটেডের উদ্যোগে পেঁয়াজ বীজের গুণগত মান নিয়ে গতকাল (আজ) কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। উক্ত কৃষক মার দিবসে আওধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমাস সীড এন্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক

 আব্দুল হাদী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমাস সীড এন্ড এগ্রো লিমিটেডের  বিক্রয় প্রতিনিধি হাবিবুর রহমান, এমাস সীড এন্ড এগ্রো লিমিটেডের ডিলার আব্দুল করিম ও রিটেইলার বিবেক বকশি এবং  এনামুল হক।

এমাস সীড এন্ড এগ্রো লিমিটেডের অফিসার মোঃ আজাদ খানের সঞ্চালনায়  এলাকার শতাধিক পেঁয়াজ চাষীদের নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন অন্যান্য কোম্পানির পেঁয়াজের বীজের গুণগতমানের চেয়েও এমাস সীড  এগ্রো লিমিটেডের পেঁয়াজের বীজের গুণগত মান বেশি ভালো আবার বীজের দামও কম। অধিক ফলন পেতে হলে এই কোম্পানির পেঁয়াজ বীজ  কিনতে পেঁয়াজ চাষীদের উদ্বুদ্ধ করেন।  প্রতি বিঘা জমিতে প্রায় একশ মণ করে পেঁয়াজ উৎপাদন করা সম্ভব হয় সেই সাথে ঘরেও দীর্ঘ সময় রাখা যায় । অন্যান্য কোম্পানির পেঁয়াজের মত শুকায় না। অনুষ্ঠান শেষে  সফল একজন কৃষককে পুরস্কার প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে