রাজশাহীতে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (ডিসেম্বর) রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ইউনিসেফের সহযোগিতায় জেলা তথ্য অফিস ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় কমিউনিটি এনগেজমেন্ট এক্টিভিটিজ অন ভায়োলেন্স এগেইন্সড চিলড্রেন (ভিএসি) অ্যান্ড আর্লি চাইল্ড ম্যারেজ (ইসিএম) বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করে। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. তামান্না কবীর। অন্ষ্ঠুানে ধারণাপত্র উপস্থাপন করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। সভায় জানানো হয়, বাংলাদেশে দক্ষিণ এশিয়া ও এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হচ্ছে। এখানে পাকিস্তানে ও আফগানিস্তানের চেয়েও বাল্যবিবাহের হার বেশি। আবার দেশের মধ্যে রাজশাহী বিভাগে বাল্যবিবাহের হার সর্বোচ্চ। বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, শিশু নির্যাতনের মূল কারণ হচ্ছে বাল্যবিবাহ। প্রতিটি ঘরে ঘরে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহরের তুলনায় গ্রামে বাল্যবিবাহের হার বেশি। অন্যদিকে উচ্চ শিক্ষার কারণে শহর এলাকায় বাল্যবিবাহের হার কম হলেও উচ্চ শিক্ষিত নারীদের সুযোগ্য পাত্র পাওয়াও বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আখতার, ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহীর পরিচালক আনিসুজ্জামান শিকদার, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।