টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন। বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ সভায় তাকে মার্চ মাসের শ্রেষ্ঠ ওসি মনোনীত করা হয়। হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামিদের দ্রুত সময়ে গ্রেপ্তার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেপ্তারে অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি মনোনীত করা হয়। বুধবার দুপুরে মোশারফ হোসেনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননার ক্রেস্ট তুলে দেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আবিদুল ইসলাম, রাকিবুল হাসান রাসেল সকল সার্কেল ও সকল থানার ওসিবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, হত্যা মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় মাসিক অপরাধ সভায় মে মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে স্বীকৃতি প্রদান করা হয়। এ জন্য তিনি তাঁর থানার সকল পুলিশ সদস্যসহ পুলিশ সুপার মির্জানুর রহমানসহ জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।