পিরোজপুরের কাউখালীতে মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের মাঝে গাইড বইয়ের টুকরা সরবরাহ করার অপরাধে এক শিক্ষককে কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার ২৪ এপ্রিল উপজেলার কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার পরীক্ষার কেন্দ্রে অনুষ্ঠিত ফেকা বিষয় পরীক্ষা চলাকালীন কর্তব্যরত শিক্ষক উপজেলার নাঙ্গুলি নেছারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক জামাল উদ্দিন পরীক্ষার্থীদের মাঝে সংশ্লিষ্ট বিষয় গাইড বইয়ের কপি পাওয়ার অপরাধে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ধারায় অভিযুক্ত শিক্ষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।