চাঁদপুর সদর উপজেলার ১২ নং চন্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের পুকুর থেকে নাইমুল ইসলাম(২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে রং এর কাজ করতো এবং মৃগী রোগী ছিলো বলে স্থানীয়রা জানায়। চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, বৃহস্পতিবার সকালে (২৪ এপ্রিল ২০২৫) খবর পেয়ে ঘটনাস্থলের একটি পুকুর থেকে নাইমুলের মরদেহ উদ্ধার করার পর সুরতহাল করা হয়। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এলাকার সূত্রে জানা যায়, মদনা গ্রামের এক বাড়িতে বুধবার রং এর কাজ শেষে সম্ভবত হাত-পা ধুতে গিয়ে সে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে যায়। এই ঘটনা কারো চোখে পড়েনি।বৃহস্পতিবার সকালে নাঈমুলের লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা ঘটনাটি থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে গ্রামবাসীর উপস্থিতিতে পুকুর থেকে লাশ উদ্ধার করে। নিহত নাইমুল ইসলাম চান্দ্রা চেয়ারম্যান সড়ক এলাকার ছিদ্দিক পাটওয়ারীর ছেলে।