আশাশুনিতে বিএনপির সার্স কমিটি গঠন কল্পে সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:৪৪ পিএম
আশাশুনিতে বিএনপির সার্স কমিটি গঠন কল্পে সভা

আশাশুনিতে বিএনপির ইউনিয়ন সার্স কমিটি গঠন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৩ আসনের দায়িত্বশীল আখতারুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এড. নুরুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম ও আসিফুর রহমান তুহিন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সম্পাদকবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা বিএনপির উভয় গ্রুপের নিকট থেকে ১১ ইউনিয়ন সার্স কমিটি গঠন কল্পে সমপরিমান নামের তালিকা গ্রহন করেন জেলা নেতৃবুন্দ। 

আপনার জেলার সংবাদ পড়তে