চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অভিযান চালিয়ে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি এলাকা থেকে ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।
রাত সাড়ে ৮টার দিকে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল কয়লাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি বিজিবি সদস্যদের দেখে দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যান। ওই প্লাস্টিকের ক্যারেটের ভেতর থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা জব্দ করা হয়। ভারত থেকে কাঁচামাল এনে সীমান্ত এলাকায় ককটেল ও পেট্রোল বোমা বানিয়ে দেশের অভ্যন্তরে পাঠানো হচ্ছিল। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে এই বিস্ফোরকগুলো ব্যবহার করা হতো।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক পাচারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে বিজিবি। এছাড়াও দেশের জনগণের জানমাল রক্ষার্থে সীমান্ত এলাকায় বিজিবি'র অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।