রাজিবপুরে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

এফএনএস (আতাউর রহমান, চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৫, ০৪:৩১ পিএম
রাজিবপুরে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

রাজিবপুরে ক্রিকেটার দের সংগঠন ক্রিকেটার্সের আয়োজনে নববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার  সকালে  রাজিবপুর উপজেলা মিনি স্টেডিয়ামে রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি টুর্নামেন্টটি  উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রাজিবপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, খেলাটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে চর রাজিবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্নসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি বলেন খেলাধুলার বিকল্প নেই তবে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই ধরনের খেলা  আয়োজন করা প্রয়োজন। বেশি বেশি খেলাধুলার আয়োজন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। 

মোখলেছুর রহমানের বলেন, আমি বরাবরই ক্রীড়া-প্রেমী মানুষ। এই ধরনের খেলাধুলার আয়োজন আসতে পেরে খুব ভালো লাগে। আগামীতেও সবধরনের খেলাধুলার সাথে থাকব।

আমিনুল ইসলাম বলেন ক্রিকেট খেলা আমার ভালো লাগে। তবে তরুণ প্রজন্ম খেলাধুলার মধ্যে ডুবে থাকলে সকল অপরাধ- থেকে বিরত থাকবে বলে আমার বিশ্বাস।

আপনার জেলার সংবাদ পড়তে