ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামে ১শ পুটলা গাঁজা প্রতিবন্ধী আব্বাসও তার এক সহযোগীকে শুক্রবার দিবাগত রাতে আটক করেছে জনতা। এলাকাবাসী সূত্রে জানা গেছে আউসিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী আব্বাস আলী দীর্ঘদিন গ্রামে মাদকের ব্যবসা করে আসছিল। গ্রামের যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ায় গ্রামবাসী গ্রামবাসী মিটিং করে মাদকামুক্ত গ্রাম গড়ে তোলার ঘোষণা দেয়। এক সপ্তাহ পরেই প্রতিবন্ধী আব্বাস সবার চোখ ফাঁকি দিয়ে নিয়মিতভাবে গাঁজার ব্যবসা জমজমাট ভাবে চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের লোকেরা প্রতিবন্ধী আব্বাসও শেখপাড়া গ্রামের রহমত আলীকে আব্বাসে বাড়ি থেকে ১শ পুটলা গাঁজা সহ হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান উপজেলার আউশিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী আব্বাস আলী ও তার এক সহযোগীকে ১শ ফুটলা গাঁজাসহ ধরে পুলিশের কাছে দিয়েছে। নিয়মিত মামলা দিয়ে আমি তাকে কোটে সোপর্দা করেছি ।