পাবনার সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের এডহক কমিটি গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে বিএনপির একাধিক গ্রুপ ওই কমিটি গঠনকে কেন্দ্র করে পৃথক পৃথকভাবে সভা সমাবেশ করায় রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত।
খোঁজ খবর নিয়ে জানা যায়, উক্ত কলেজের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে গত রোববার বিএনপির একটি গ্রুপ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে লাঞ্চিত করে। সেই সঙ্গে উক্ত গ্রুপ অধ্যক্ষ আলমগীর হোসেনকে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ নেওয়ার অভিযোগে এনে পরের দিন সোমবার তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ বিষয়ে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন বিএনপির ওই গ্রুপের মতাদর্শের ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি মনোনীত না করায় আমাকে লাঞ্চিত করা হয়েছে। এদিকে গতকাল বুধবার দুপুরে বিএনপির অপর দুই গ্রুপ অধ্যক্ষ আলমগীর হোসেনকে অন্যায়ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে। দুপুর ১২টার দিকে কলেজ চত্বর থেকে বের হওয়া ওই মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুজানগর পৌর বাজারে এক প্রতিবাদ সভা করে। পৌর বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হাসান আলহাজ, সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা ও কলেজ শাখা ছাত্র দলের সভাপতি শাকিল খান। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব জসিম বিশ্বাস।