পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে নিহত নির্মাণ শ্রমিকের পরিবারকে সহায়তা করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী নিহত সুমনের মহেলা গ্রামের ভাড়া বাড়িতে গিয়ে নিহতের স্ত্রী শাহনাজ খাতুনের হাতে নগদ ১০ হাজার টাকা ও এক বস্তা চাউল তুলে দেন।
এদিকে গতকাল শনিবার বিশিষ্ট সমাজসেবক ও পাবনা-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা নিহত সুমনের বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং নিহতের স্ত্রীকে একটি সেলাই মেশিন ও তিনটি ছাগল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি এই পরিবারটির পাশে সবসময় থাকবেন বলে জানান।
গত শুক্রবার দুপুরে চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকায় নির্মাধীন একটি ভবনে কাজ কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান নির্মাণ শ্রমিক সুমন মজুমদার (৩৫)। তিনি চট্টগ্রামের পরিমল মজুমদারের ছেলে। সে এক মুসলিম মেয়েকে বিয়ে করে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামে আঃ খালেকের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার স্ত্রী,১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি রাজমিস্ত্রীর (নির্মাণ শ্রমিক) শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার চাটমোহর নতুন বাজার বীর মুক্তিযোদ্ধা মাযহারুল ইসলাম কালুর বাড়িতে বিল্ডিংয়ে কাজ করছিলেন। এসময় বিদ্যুতের লাইনের তারের সাথে তার স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, প্রশাসনের সহায়তা প্রদান
এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে নিহত নির্মাণ শ্রমিকের পরিবারকে সহায়তা করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী নিহত সুমনের মহেলা গ্রামের ভাড়া বাড়িতে গিয়ে নিহতের স্ত্রী শাহনাজ খাতুনের হাতে নগদ ১০ হাজার টাকা ও এক বস্তা চাউল তুলে দেন।
এদিকে গতকাল শনিবার বিশিষ্ট সমাজসেবক ও পাবনা-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা নিহত সুমনের বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং নিহতের স্ত্রীকে একটি সেলাই মেশিন ও তিনটি ছাগল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি এই পরিবারটির পাশে সবসময় থাকবেন বলে জানান।
গত শুক্রবার দুপুরে চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকায় নির্মাধীন একটি ভবনে কাজ কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান নির্মাণ শ্রমিক সুমন মজুমদার (৩৫)। তিনি চট্টগ্রামের পরিমল মজুমদারের ছেলে। সে এক মুসলিম মেয়েকে বিয়ে করে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামে আঃ খালেকের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার স্ত্রী,১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি রাজমিস্ত্রীর (নির্মাণ শ্রমিক) শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার চাটমোহর নতুন বাজার বীর মুক্তিযোদ্ধা মাযহারুল ইসলাম কালুর বাড়িতে বিল্ডিংয়ে কাজ করছিলেন। এসময় বিদ্যুতের লাইনের তারের সাথে তার স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।