বীমা পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন সন্ধানী লাইফ ইন্সুরেন্সর জিএম ফিরোজ

এফএনএস (সোহেল সানী, পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:৪১ পিএম
বীমা পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন সন্ধানী লাইফ ইন্সুরেন্সর জিএম ফিরোজ

দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ জেনারেল ম্যানেজার (জিএম) পারফরম্যান্স অ্যাওয়ার্র্ড ২০২৫ প্রদান করা হয়েছে। গত ২৩ এপ্রিল সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিঃ এর বার্ষিক কক্সবাজার সম্মেলন-২০২৫ পাঁচ তারা স্টার হোটেল দি কক্স টুডে অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। ভার্চুয়ালী সংযুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিঃ চেয়ারম্যান মো: মুজিবুল ইসলাম। বিমা খাতে ৫ম স্থান অর্জন করায় সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ দিনাজপুর জেলার জেনারেল ম্যানেজার (জিএম) মো: ফিরোজ সরদার সাজুকে পারফরম্যান্স অ্যাওয়ার্র্ড হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নিমাই কুমার সাহা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসা সফল প্রায় ৫শ' উন্নয়ন কর্মী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। সম্মেলনে দেশের বীমা পারফরম্যান্স অ্যাওয়ার্ডস-২০২৫ এ দশ জনকে ‘জেনারেল ম্যানেজার পারফরম্যান্স অ্যাওয়াড’ প্রদান করা হয়। এব্যাপারে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ দিনাজপুর জেলার জেনারেল ম্যানেজার (জিএম) মো: ফিরোজ সরদার সাজু বলেন, এই অর্জনের জন্য সবার প্রতি ও আমার সংগঠনের সকল কর্মী ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অবস্থান ধরে রাখতে ও সামনে এগিয়ে যেতে সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করছি। সবাই মিলে ভালোভাবে কাজ করে বীমা খাতকে সমৃদ্ধির জায়গা নিয়ে যেতে হবে। তাই মানুষকে বীমা করতে উৎসাহী করতে হবে। বীমার সুফল সম্পর্কে মানুষকে জানাতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে