এপেক্স ক্লাব অব শেরপুরের দ্বিতীয় পালাবদল অনুষ্ঠিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:৫১ পিএম
এপেক্স ক্লাব অব শেরপুরের দ্বিতীয় পালাবদল অনুষ্ঠিত

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-১, ক্লাব নং-১৩৩ এর অন্তর্গত এপেক্স ক্লাব অব শেরপুর গত ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্লাবটি শেরপুরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নেতৃত্বের বদল হিসেবে ২০২৫ বর্ষের শেরপুর ক্লাবের বোর্ড অব ডিরেক্টরস আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার বিকেলে শেরপুর মহিলা কলেজ সংলগ্ন পাতাবাহার খেলাঘর আসর এর কক্ষে দায়িত্বভার গ্রহণ, দ্বিতীয় পালাবদল ও শপথ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এপেক্স ক্লাব শেরপুরের ফেলোশিপ ও জনসংযোগ পরিচালক এপেক্সিয়ান মোঃ আলমগীর হোসেন। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শপথ বাক্য পাঠ করানোর পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এপেক্স বাংলাদেশের জেলা-১ এর গভর্নর এপেক্সিয়ান এএফএম এনামুল হক মামুন উপস্থিত থেকে ক্ষমতার প্রতিক গে-বেল ও ক্লাব জুয়েল হস্তান্তর করেন ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট এপে. মো. মমিনুল ইসলামকে।

এসময় প্রধান অতিথি বলেন, মানুষের সেবায় যারা এগিয়ে আসেন, তারাই সমাজের শ্রেষ্ট মানুষ। এপেক্স ক্লাব তেমনি সমাজ উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে। এছাড়াও তিনি মানবসেবায় উপস্থিত সবাইকে এগিয়ে আসতে বলেন। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব্ব পালন করেন এপেক্স ক্লাব অব শেরপুরের চার্টার্ড প্রেসিডেন্ট এপে. ডা. এ এ এম আবু তাহের।

আপনার জেলার সংবাদ পড়তে