কালীগঞ্জে আগুনে দগ্ধ শিশু তানজিমের মৃত্যু

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৬:১৪ পিএম
কালীগঞ্জে আগুনে দগ্ধ শিশু তানজিমের মৃত্যু

অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছে শিশু শ্রমিক তানজিম হোসেন (১১)। মাতৃহীন তানজিম হোসেনের মৃত্যুতে থেমে গেছে তরুণদের “সাহায্যের জন্য হাত বাড়ান”নামের উদ্যোগের সকল কার্যক্রম। সর্বত্র নেমে এসেছে নিস্তব্ধতা । 

কালীগঞ্জ শহরের অদূরে মল্লিক নগরে মেহেরান ট্রেডার্সের ওয়েলডিং মেশিনের ইলেকট্রিক শক সার্কিট থেকে পার্কিংয়ে থাকা দুটি ট্রাক আগুনে ভুষ্মিভূত হয় মঙ্গলবার (২২ এপ্রিল)। সে দিন ওয়েলডিং মেশিনে কাজ করা শিশু শ্রমিক তানজিম হোসেন (১১) ওই আগুনে মারাত্নক ভাবে দগ্ধ হয়।মৃত্যুর সাথে ৪ দিন লড়াই শেষে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ এপ্রিল) রাতে মারা যায় শিশু তানজিম। তানজিম হোসেন কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামের হতদরিদ্র ভ্যান চালক শাকিল হোসেনের একমাত্র ছেলে। আগুনে দগ্ধ শিশুটির ভিডিও সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়লে সবাই শিউরে উঠে। মাতৃহীন শিশু তানজিমকে বাঁচানোর জন্য তার নিজ গ্রামের তরুণরা সেদিনই সোস্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে পোষ্ট করতে থাকেন। গ্রামের তরুণরা “সাহায্যের জন্য হাত বাড়ান” নামের ম্যাসেঞ্জার গ্রুপ খুলে আলোচনা করে সেদিনই সিদ্ধান্ত নেয় তানজিমকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার। সেভাবে গ্রামটির তরুনরা কাজ করলেও, দিনশেষে শিশু তানজিমের মৃত্যুতে নিস্তব্ধ হয়েছে সবাই।

আপনার জেলার সংবাদ পড়তে