ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ভারতে পাচারের সময় মোটর সাইকেলসহ পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ৫৮ বিজিবি। শুক্রবার সীমান্ত থেকে উদ্ধারকৃত ভুক্তভোগী নারী মানব পাচার আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করেছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আসামি আশিক মন্ডল (২২) একই উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুল আলী মন্ডলের ছেলে।
উদ্ধারকৃত ভুক্তভোগী নারী আসামি আশিক মন্ডলের পূর্ব পরিচিতি ছিল। ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে মহেশপুর নিয়ে আসে আশিক। বৃহস্পতিবার দুপুরের দিকে ভুক্তভোগীকে মহেশপুর চৌগাছা বাসস্ট্যান্ড থেকে কাজিরবেড় ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামের ২ নম্বর আসামি বুদো মন্ডলের ছেলে হাবিবুর রহমানের বাসায় নিয়ে যায়। এরপর পাচারকারী চক্র তাকে ভারতে পাচারের পরিকল্পনা করে।
সীমান্ত বিওপির হাবিলদার হাসমত আলীর নেতৃত্বে টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আশিক মন্ডলকে আটক করে। জানা যায়, ভুক্তভোগী নারী যশোর জেলার শার্শা থানার শখিরীপোতা গ্রামের বাসিন্দা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে।