ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হরিণাকন্ডুু পৌর এলাকার সহস্রাধিক নারী নেতা-কর্মীরা অংশ নেন।শনিবার বেলা ১১টায় হরিণাকুন্ডু শহরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।হরিণাকুন্ডু পৌর মহিলা দলের আহ্বায়ক রেহেনা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
পৌর মহিলা দলের সদস্য সচিব মর্জিনা আক্তার রিতুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি।সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকন্ডুু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির।জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, হরিণাকুন্ডুু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন প্রমুখ।
সম্মেলনে প্রথান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন,হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।যারা ফ্যাসিস্টের দোসরদের নিয়ে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে, তাদেরকে কোনো সুযোগ দেবে না জনগণ।