সাতক্ষীরায় ২৮ লাখ টাকা মূল্যের মালামাল আটক

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ এএম
storage/2024/december/11/news/1136759a8f474037.jpg

সাতক্ষীরায় তিনদিনে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের মালামাল আটক হয়েছে। চোরাচালান বিরোধী এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক। সীমান্ত জুড়ে বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি সদস্যরা সীমান্তে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালানে জিরো টলারেন্স আনতে বিজিবি অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে বলে জানায় সীমান্ত সূত্র। সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় দশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় দশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করে। বিজিবি জানায়, কালিয়ানী বিওপির সদস্যরা সদরের ছয়ঘরিয়া হতে ৫২৪পিস ভারতীয় ইয়াবা আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা মজুমদার খালমুখ নামক স্থান হতে ১০বোতল ভারতীয় মদ আটক করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার ভাদিয়ালী মাঠ হতে ৫ বোতল ভারতীয় মদ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা বোয়ালিয়া মাঠ নামক স্থান হতে ৫ বোতল ভারতীয় মদ আটক করে। মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। বিজিবি আরও জানায়, পদ্মশাখরা বিওপির সদস্যরা সদরের দক্ষিণ হাড়দ্দহা নামক স্থান হতে ৪৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় রসুন আটক করে। কুশখালী বিওপির সদস্যরা সদরের শ্মশানঘাট নামক স্থান হতে ১ লক্ষ ৪০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি সদস্যরা মজুমদার খালমূখ নামক স্থান হতে ২ লক্ষ ১০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা কাকডাঙ্গা মাছের ঘের এবং ভাদিয়ালী মাঠ হতে ২ লক্ষ ৭০হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা বোয়ালিয়া মাঠ নামক স্থান হতে ৭০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট ৯লক্ষ ৫১হাজার সাতশত টাকা মূল্যের বিভন্ন চোরাচালানী মালামাল আটক করে বিজিবি। চোরাকারবারীরা এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা আটক করা হয় বলে জানান বিজিবি ৩৩ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আশরাফুল হক। এরআগে ১০ ডিসেম্বর বিজিবি সদস্যরা জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অভিযান পরিচালনা করে মাদকসহ ৯ লক্ষ ৬৩ হাজার ৫০০টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করে বলে জানান ৩৩বিজিবি কমান্ডার। ৯ডিসেম্বর সাতক্ষীরায় বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ প্রায় আট লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী ওই অভিযান পরিচালনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে