শেরপুরে কৃতি ছাত্র-ছাত্রীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৬:৪৭ পিএম
শেরপুরে কৃতি ছাত্র-ছাত্রীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৬ এপ্রিল) সকালে  প্লেসের অডিটোরিয়ামে আয়োজিত আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার ও প্লেসের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক-অভিভাবকদের করণীয়তা নিয়ে আলোচনা ও অভিভাবকদের মতামত গ্রহণ এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ  বাস্তবায়নসহ উপস্থিত সকলের সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। পরে প্রধান অতিথি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় প্লেসের ১০ জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁঞা-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিআইও-১ খন্দকার মোহাম্মদ শহিদুল হক সহ প্লেসের শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে