গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নোয়াখালীর অডিশন বুধবার সেনবাগের মধ্য বিজবাগ বড় বাড়ির দরজায় শাহ এমদাদীয়া দায়রা শাখায় অনুষ্ঠিত হয়েছে। আওলাদে রাসুল সাজ্জাদানশীল সৈয়দ এমদুল হক মাইজভান্ডারীর পৃষ্টপোষকতায় ও নায়েবে সাজ্জাদানশীল মোন্তাজেমে দরবারে গাইছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজেভান্ডারীর সার্বিক তত্বাবধানে এবং নোয়াখালী অডিশনের কো-অডিনেটর আঞ্জুমানে মোন্তাজেমে গাউছে মাইজভান্ডরী শাহ এমদাদীয় মুহাম্মদ নাজমুল হুদার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগীতার উদ্বোধন করেন -বিজবাগ ইউপির সাবেক চেয়ারম্যন বাকের হোসেন কোম্পানী । হাবিবুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগীতায় আরো বক্তব্য রাখেন-সমাজসেবক ফয়জুল ইসলাম চৌধুরী সবুজ, বিচারকের দায়ীত্ব পালন করেন-হফেজ ক্বারী মোবারক আলী হোসাইনী, হাফেজ বরকত উল্লাহ বিন হোসাইনী,। প্রতিযোগীতায় ১০ পারা বিভাগে প্রথম স্থান অধিকার করেন সাদী হাসাম মাইম ও ৫ পারা বিভাগে প্রথম স্থান অধিকার করেন-সুলতার মাহাদী মিহাদ।উল্লেখ্য আগামী ১৫ জানুয়ারী গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে চট্টগ্যািম মাইজভান্ডর দরবারে।