করাচি কিংসে যোগ দিয়েছিলেন বাংলাদেশি ব্যাটার লিটন দাস। তবে শুরুর আগেই তার টুর্নামেন্ট শেষ হয়ে যায়। কোনো ম্যাচ খেলার আগেই দেশে ফিরে আসেন লিটন। এবার সেই তালিকায় যুক্ত হলেন করাচি কিংসের কিউই অলরাউন্ডার অ্যাডাম মিলনে। চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনিও। হাঁটুর চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই পেসার। গত শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে করাচি ফ্র্যাঞ্চাইজি। লাহোর কালান্দার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চোট পান এই কিউই ক্রিকেটার। এরপরও দলের সঙ্গেই থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি আর মাঠে ফিরতে পারবেন না। তাকে ধন্যবাদ ও দ্রুত আরোগ্য কামনা করেছে করাচি কিংস। চলমান পিএসএলে দুইটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন অ্যাডাম মিলনে। বল হাতে কোনো উইকেট শিকার করতে পারেননি। বরং প্রথম ম্যাচে ছিলেন দলের সবচেয়ে খরুচে বোলার। ৪ ওভারে খরচ করেন ৬০ রান। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ান। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে দেন ৩১ রান। আর ব্যাট এক ম্যাচে সুযোগ পেয়ে খেলেন ৭ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস। উল্লেখ্য, চলমান আসরে এপর্যন্ত সবচেয়ে বেশি ছয়টি ম্যাচ খেলে ফেলেছে করাচি কিংস। তিনটি ম্যাচে জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে দলটি। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইসলামাবাদ ইউনাইটেড। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি।