ঝিকরগাছার সাবেক ভাইস চেয়ারম্যান, পৌর কমিশনার ও যুবলীগ নেতা আটক

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ পিএম
ঝিকরগাছার সাবেক ভাইস চেয়ারম্যান, পৌর কমিশনার ও যুবলীগ নেতা আটক

শনিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকার পান্থপথ থেকে ঝিকরগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক পৌর কমিশনার এবং যুবলীগ নেতা আটক হয়েছেন। এ খবর নিশ্চিত করেছেন ঢাকা ডিবি পুলিশের সিনিয়র ইন্সপেক্টর আতাউর রহমান। ঢাকা ডিবি পুলিশের সিনিয়র ইন্সপেক্টর আতাউর রহমান জানান, ঢাকার পান্থপথ এলাকায় সন্দেহজনক ভাবে তিনজন ঘোরাঘুরি করছিলেন।

এরপর তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন - ঝিকরগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, কাউরিয়া গ্রামের মৃত হুমায়ুন রশিদের ছেলে সৈয়দ ইমরানুর রশিদ (৪৬), পৌর যুবলীগের সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের পৌর কমিশনার, পুরন্দরপুর গ্রামের শামসুর রহমানের ছেলে আমিরুল ইসলাম রাজা (৪৭) এবং উপজেলা যুবলীগের নেতা কৃষ্ণনগর গ্রামের ওবায়দুল হকের ছেলে জাফিরুল হক (৪৫) ওরফে হক সাহেব।

রোববার (২৬ এপ্রিল) দুপুর ১:০০ ডিবি পুলিশের সিনিয়র ইন্সপেক্টর (ওসি) আতাউর রহমান জানান, তাদেরকে পূর্বের মামলায় আসামি করে ঢাকা সিএমএম আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

বি:দ্র: সাদা পাঞ্জাবি উপজেলা ভাইস চেয়ারম্যান, সাদা পাঞ্জাবি গলায় ফুলের মালা সাবেক পৌর কমিশনার এবং টিয়া রঙের পাঞ্জাবি পরিহিত যুবলীগ নেতা।

আপনার জেলার সংবাদ পড়তে