নিহত ব্যবসায়ীর হত্যাকারী ভাই ও ভাতিজার ফাঁসির দাবিতে মানববন্ধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:১৬ পিএম
নিহত ব্যবসায়ীর হত্যাকারী ভাই ও ভাতিজার ফাঁসির দাবিতে মানববন্ধন

জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ভাই ও ভাতিজার হামলায় নিহত ব্যবসায়ী সুলতান হোসেন খানের (৪৫) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

রবিবার সকালে নিহতের জানাজা শেষে উপস্থিত শত শত এলাকাবাসি মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন। পরে মলুহার গ্রামের পারিবারিক কবরস্থানে নিহতের মরদেহ দাফন করা হয়। সূত্রমতে, আহত হওয়ার ২১ দিন পর শনিবার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান হোসেন খান মৃত্যুবরণ করেন। ওইদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে রাতে মলুহার গ্রামের বাড়িতে তার মরদেহ এসে পৌঁছে। এসময় সেখানে স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত সুলতান হোসেন খান পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন। সূত্রে আরও জানা গেছে, জমির বন্টন সংক্রান্ত বিরোধের জেরধরে গত ৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান খান ও তার আপন ছোটভাই সুলতান হোসেন খানের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শাহজাহান খানের ছেলে রুবেল খান তার চাচা সুলতান হোসেন খানকে লোহার শাবল দিয়ে পিটিয়ে আহত করেন।

গুরুত্বর অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৬ এপ্রিল সুলতান হোসেন খানের বোন নাসিমা বেগম বাদি হয়ে বড় ভাই শাহজাহান খান, তার ছেলে রুবেল খানসহ ছয়জনের নামোল্লেক করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে শাহজাহান ও তার ছেলে রুবেল খান বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।