পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

এফএনএস অনলাইন | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ০৬:০২ পিএম
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

কাতারে আন্তর্জাতিক সম্মেলন ও ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফেরার উদ্দেশে ইতালির রোম থেকে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি রোম ত্যাগ করেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির ঐতিহাসিক সেইন্ট পিটার’স স্কয়ারে অনুষ্ঠিত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বনেতাদের সঙ্গে যোগ দেন অধ্যাপক ইউনূস। আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস গত সপ্তাহে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ক্যাথলিক চার্চে প্রায় দেড়শ কোটি অনুসারীর অংশগ্রহণে বিদায় অনুষ্ঠানের দীর্ঘপ্রচলিত রীতিতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

ঢাকা ছাড়ার আগে অধ্যাপক ইউনূস গত ২১ এপ্রিল কাতারের রাজধানী দোহায় আয়োজিত আন্তর্জাতিক আর্থনা সম্মেলনে অংশ নিয়েছিলেন। চারদিনের দোহা সফর শেষে তিনি সরাসরি ইতালি যান, যেখানে পোপের শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা জানান, দেশের পথে ফেরার পর ইউনূস তার নির্ধারিত কার্যক্রমে অংশ নেবেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্বের ধারাবাহিকতা বজায় রাখবেন।

আপনার জেলার সংবাদ পড়তে