গাজায় ইসরায়েলি হামলা: ঝরল আরও ৪৪ প্রাণ

এফএনএস অনলাইন:
| আপডেট: ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৪ এএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৩ পিএম
গাজায় ইসরায়েলি হামলা: ঝরল আরও ৪৪ প্রাণ

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রেখেতে। এতে প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। ইতোমধ্যে গত একদিনে উপতাক্যটিকে অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ৮০০ ছাড়াল। বুধবার বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮০৫ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার ২৫৭ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১৯ জন নিহত এবং আরও ৬৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।


আপনার জেলার সংবাদ পড়তে