মণিরামপুর পৌরসভায় সকাল ১০টা পর্যন্ত জ্বলে সড়ক বাতি

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ০৭:৫৪ পিএম
মণিরামপুর পৌরসভায় সকাল ১০টা পর্যন্ত জ্বলে সড়ক বাতি

রাতের অন্ধকার নয়, দিনের বেলাতেও জ্বলে যশোরের মণিরামপুর পৌরসভার সড়ক বাতিগুলো। যেন দেখার কেউ নেই ! বিষয়টি নিয়ে শহরের সচেতন মহল কর্তৃপক্ষে জানালেও কোন সুফল মেলেনি। 

নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, পৌর কার্যালয় থেকে নিয়ন্ত্রিত ৪৬টি ষ্ট্রিটলাইট। যেগুলো সন্ধ্যা নামার সাথে সাথে জ্বলে উঠে। দেখা গেছে ষ্ট্রীট লাইটের আলোগুলো জ্বলে সকাল ১০টা পর্যন্ত। 

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সংবাদপত্র পরিবেশক খান নিছার উদ্দীন আযম অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে তিনি দু’দিন পৌর ভবনে গিয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু দেখা যায় পরদিন থেকে যথা-নিয়মেই জ্বলছে সড়ক বাতিগুলো। মাংস বিক্রেতা আব্দুল আজীজও বলেন, এগুলো প্রতিনিয়ত দিনের বেলাতেও জ্বলতে দেখছি। এ যেন দেখার কেউ নেই ! এমনই অভিযোগ করেছেন পৌর শহরের অনেক ব্যবসায়ী। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এগুলো জ্বালানো এবং নেভানোর দায়িত্বে রয়েছেন নৈশ প্রহরী রফিকুল ইসলাম, তার গাফিলতির কারনেই হয়তো-বা এমনটি হচ্ছে। 

এ ব্যাপারে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক নিশাত তামান্না জানান, বিষয়টি আমার জানা ছিলনা। তবে, এখন থেকে আর এমনটা হবেনা বলে তিনি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে