বুধহাটা এনএস গার্লস স্কুলে এডহক কমিটির সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:০৬ পিএম
বুধহাটা এনএস গার্লস স্কুলে এডহক কমিটির সভা

আশাশুনি উপজেলার বুধহাটা নওয়াপাড়া শ্বেতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্কুল অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে সভায় অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান, উপদেষ্টা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, টিআর সদস্য মোঃ হাবিবুর রহমান ও সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলামসহ অন্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সেলিমুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক লুৎফর রহমান। সভায় বিদ্যালয়ের উন্নয়নে ও শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে