রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০২:৪৫ পিএম
রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই এই প্রতিপাদ্যে আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ. স. ম. শহীদুল্লাহ কায়সার, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মাহব্বুুর রহমান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, অবসরপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক আব্দুল্লাহ সাদি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল আলম শিরিন, সাবেক পিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, পিপি এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু, এ্যাডভোকেট রুমিনা খানম প্রমুখ। আইনগত সহায়তাপ্রাপ্ত সুবিধাভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মানিক বড়ুয়া, প্রজ্ঞাশ্রী চাকমা।

সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইড হচ্ছে সমাজের বঞ্চিত ও অবহেলিত মানুষের আস্থার জায়গা। লিগ্যাল এইডের মাধ্যমে সাধারন মানুষ অনেক সহজ ভাবে বিনা খরচে    আইনগত সহায়তা পাচ্ছে। লিগ্যাল এইডের সেবার বিষয়ে সাধারন মানুষকে সচেতনতার পাশাপাশি এই সেবা পার্বত্য এলাকার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে ছড়িয়ে দিতে সকলের সহায়তা কামনা করা হয়।

সভায় সেরা আইনজীবি প্যানেল হিসেবে এ্যাডভোকেট শফিকুল ইসলাম সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভার আগে সকাল সাড়ে ৯টায় শহরের বনরুপা থেকে রাঙ্গামাটি আদালত প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW