চট্টগ্রামের ফটিকছড়ি সদরে একটি প্রাইভেট মাদ্রাসায় ১২ বছর বয়সী এক ছেলে শিশুকে তিন শিক্ষক কর্তৃক বলাৎকারের অভিযোগ উঠেছে। রবিবার রাত ৮টার দিকে ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট (সিটি সেন্টারের) ৪র্থ তলায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসার শিক্ষকদের বিরুদ্ধে ওই অভিযোগ উঠে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।
ফটিকছড়ি থানায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এতে মামলার আসামিরা হলেন- রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে ও ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক গোলাম রাব্বি (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে ও কিতাব বিভাগের শিক্ষক মো: নুরুল ইসলাম (২৪) ও উপজেলার ভূজপুর থানার রোসাইংগোনার মো: শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে ওই শিক্ষার্থীকে তিন শিক্ষকরা পালা ক্রমে বলাৎকার করে। সর্বশেষ সে শিক্ষার্থী ব্যথা সহ্য করতে না পেরে বিষয়টি পরিবারকে জানায়। পরে পুলিশ মাদ্রাসায় এসে অভিযুক্ত শিক্ষকদের রাতেই আটক করে থানায় নিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ সাংবাদিকদের বলেন- অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকদের থানায় নিয়ে আসা হয়েছে। মোট ৩জন শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা পরবর্তী সোমবার তাদের গ্রেপ্তারের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।