ঝিনাইদহে সাপে কেটে প্রান গেল বৃদ্ধের

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:২৭ পিএম
ঝিনাইদহে সাপে কেটে প্রান গেল বৃদ্ধের

ঝিনাইদহে সাপে কেটে রহিম মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পূর্ব-তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম মোল্লা ওই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে খাবার খাওয়ার পর নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন রহিম মোল্লা। এসময় তার ব্যবহৃত গামছা খাটের ওপর থেকে নিচে মাটিতে পড়ে যায়। ওই গামছা উঠাতে গেলে বিষধর সাপ তার হাতে দংশন করে। এসময় পরিবারের লোকজন তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ তাকে চিকিৎসা না দিয়ে দ্রুত হাসপাতালে নিতে বলেন। ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাইল জানান,হাসপাতালের পৌঁছানোর আগেই লোকটির মৃত্যু হয়। তাকে কোন সাপে কামড় দিয়েছে তার কিছু জানিনা। পরিবারের কেউ বলতে পারেনি। ঝিনাইদহ সদর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন এ ঘটনা নিশ্চিত করে জানান এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে