কুমিল্লায় বজ্রপাতে দুই ছাত্র ও দুই কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৪২ পিএম
কুমিল্লায় বজ্রপাতে দুই ছাত্র ও দুই কৃষকের মৃত্যু

কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পৃথক দুটি ঘটনায় এ মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে ঘটে প্রথম দুর্ঘটনাটি। স্থানীয় সূত্র জানায়, বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ফাহাদ হোসেন (১৩) ও মোহাম্মদ জিহাদ (১৪) মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতের শিকার হয়। সঙ্গে থাকা আবু সুফিয়ান নামের আরেক শিশুও আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ফাহাদ ও জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর কিছু সময় পর মুরাদনগর উপজেলার কোরবানপুর পূর্বপাড়া এলাকায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতের কবলে পড়েন দুই কৃষক—জুয়েল ভূঁইয়া (৩৫) ও নিখিল দেবনাথ (৬০)। প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষিকাজে ব্যস্ত থাকাকালে আকস্মিক বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আরও এক কৃষক নাজির (৪০) আহত হন। তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক এবং বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান পৃথকভাবে এই মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানিয়েছেন, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে