দাবদাহের পর স্বস্তির বৃষ্টি, বৃষ্টির ধারা চলবে শুক্রবার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৫০ পিএম
দাবদাহের পর স্বস্তির বৃষ্টি, বৃষ্টির ধারা চলবে শুক্রবার পর্যন্ত

দীর্ঘদিনের প্রচণ্ড দাবদাহের পর স্বস্তির পরশ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। রাজধানী ঢাকাসহ প্রায় সব বিভাগেই সোমবার সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত চলতে পারে আগামী শুক্রবার পর্যন্ত—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার দুপুরের দিকে ঢাকার গুলশান, বাড্ডা, মহাখালী, আগারগাঁও ও সংসদ ভবন এলাকার আকাশ মেঘলা হয়ে নামে এক পশলা বৃষ্টি। হঠাৎ পাওয়া শীতলতায় স্বস্তি প্রকাশ করেছেন রাজধানীবাসী।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী তিন-চার দিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত থাকবে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমে গিয়ে তাপমাত্রা আবার বাড়তে পারে। তবে আগামী ৫-৬ মে’র আগে কোনো নতুন তাপপ্রবাহের আশঙ্কা নেই বলেও জানান তিনি।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৪১ মিলিমিটার। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির কারণে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, আর রাতের তাপমাত্রায়ও সামান্য হ্রাস পেতে পারে। তবে বুধবারের পর থেকে বৃষ্টির প্রবণতা কমবে এবং শুক্রবারের পর ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়তে থাকবে।

গেল রোববারও গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবহাওয়ার এই পরিবর্তন কৃষিকাজসহ জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে, তবে বজ্রপাতের ঝুঁকি থাকায় সতর্কতারও পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে