শেরপুরে ইয়াবাসহ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:২৬ পিএম
শেরপুরে ইয়াবাসহ কারবারি  আটক

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সদস্যরা শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় রোববার (২৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মো, মিজানুর রহমান (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। আটক মিজানুর রহমান ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। 

এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে রোববার গভীর রাাতে সঙ্গীয় র‌্যাব সদস্যরা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. মিজানুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এসময় ওই মাদক কারবারি র‌্যাবের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রি করার উদ্দেশ্যে ওইস্থানে অপেক্ষা করছিল। 

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এটিএম আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার টাকা। আটক মিজানুর রহমানকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে