কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

এফএনএস (মো: আল-আমিনদেওয়ান, কালীগঞ্জ, গাজীপুর) :
| আপডেট: ২৯ এপ্রিল, ২০২৫, ১২:১০ পিএম | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ১২:১০ পিএম
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রন) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ও ১৩ ধারা লংঘন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি মামলায় নগদ ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ কালীগঞ্জ পৌর এলাকার সেন্ট্রাল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রন) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ও ১৩ ধারা লংঘন করায় মুনসুরপুর গ্রামের আব্দুল বাসেদ এর ছেলে আরিফুর রহমানকে (৪১) ২ লাখ ১৫ হাজার টাকা এবং ইসলামিয়া ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘনের দায়ে নরসিংদীর পলাশ উপজেলাধীন কাজৈর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফয়সালকে (৩৪) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২টি মামলায় ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।    

প্রসিকিউটর হিসেবে দয়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা। বেঞ্চ সহকারী হেিসবে ছিলেন মো. আলামিন ভূঁইয়া।

আপনার জেলার সংবাদ পড়তে