সারিয়াকান্দিতে পরিষদের গাছ কেটে নিলেন ইউএনও

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:৫৫ পিএম
সারিয়াকান্দিতে পরিষদের গাছ কেটে নিলেন ইউএনও

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা পরিষদের ক্যাম্পাসের গাছ কেটে নেওয়ায় তোলপার শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে এ পর্যন্ত পাঁচটি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গাছ কাটা এখনো অব্যাহত আছে। অভিযোগ সূত্রে জানা যায়,  সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই উপজেলা পরিষদের গাছ কাটার উদ্যোগ নিয়েছেন। পরিষদের দফতরের সামনে থাকা এ পর্যন্ত পাঁচটি গাছ কাটা হয়েছে। এতে বিভিন্ন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী থেকে শুরু করে স্থানীয় জনগণের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। গাছ কাটার ক্ষেত্রে কোন নিয়মনীতির তোয়াক্কাই করছেন না ইউজেলা নির্বাহী অফিসার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে গাছ কাটার কথা স্বীকার করে বলেন, গাছগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। পরে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে