চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:৫৫ পিএম
চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার দুপুর ২টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এপ্রিল, ২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান সহ চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় অন্যান্যর মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, মোঃ বিল্লাল হোসেন সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ লিয়াকত আলী লাভলু, আব্দুস সালাম মোল্যা ও আবুল কালাম প্রমূখ। 

এ আইন-শৃঙ্খলা সভায় উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ. সুষ্ঠ বাজার ব্যাবস্থাপনা, যানজট নিরসন ও মাদক নিয়ন্ত্রন সহ আইনের শাষন প্রতিষ্ঠার উপর বিশদ আলোচনা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে