বগুড়ায় ট্রেন থামিয়ে যাত্রাবিরতির দাবিতে অবরোধ

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৪, ০১:৪০ এএম
বগুড়ায় ট্রেন থামিয়ে যাত্রাবিরতির দাবিতে অবরোধ

বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় দোলনচাঁপা নামক একটি আন্তঃনগর ট্রেন থামিয়ে লাইন অবরোধ করে সব ধরনের কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল লাইন প্রায় ১৫ মিনিট অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। বিষয়টি নিশ্চিত করেছেন সুখানপুকুর রেলওয়ে স্টেশন মাস্টার আরাফাত হোসেন। আরাফাত হোসেন জানান, দোলনচাঁপা কমিউটার ট্রেনটি সান্তাহার থেকে লালমনিরহাটের অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশের সাথে সাথেই ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। এই  সময় ১৫ মিনিট ধরে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে অবরোধকারীরা  তাদের দাবি জানিয়ে অবরোধ তুলে নিয়ে ট্রেন ছেড়ে দেয়।পরে দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময় ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। তিনি আরো জানান, স্থানীয় জনসাধারন ও ব্যবসায়ীদের অবরোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় অবরোধকারীরা জানান, সুখানপুকুর রেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বছরখানেক আগে থেকে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য দফায় দফায় দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। আমরা রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবি জানিয়েছি ট্রেনের যাত্রাবিরতির জন্য। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি কর্নপাত করছে না। তাই আজ স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে লাইন অবরোধ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কর্ণপাত না করলে আরো বড় ধরনের আন্দোলন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে