ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী নিয়ে গড়া ‘একতা সংগঠন’ নামক এক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেছে একপট ফ্রি মেডিকেল ক্যাম্প।উপজেলা সদর বাজারের ভুষিমাল হাটার উন্মুক্ত ময়দানে গড়া এ জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও একতা সংগঠনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী সামিউল আমিন গালিবের উপস্থিতিতে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। পরে দিন ব্যাপী রুগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার দেবাষিশ কাপুড়িয়া ও সহকারী চিকিৎসক রমেশ চন্দ্র সাহা প্রমূখ।
সূত্র জানায়, এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন রুগীদের প্যাথলজিক্যাল পরিক্ষা নীরিক্ষার সুযোগ দেওয়া হয়। একই সাথে প্রত্যেক সেবাগ্রহীদের এক বোতল বিশুদ্ধ পানি, এক প্যাকেট বিস্কুট ও বিভিন্ন প্রকার ঔষধ সরবরাহ করা হয়। এ সময় নারী-পুরুষ নির্বিশেষে সবাই ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করেন।
জানা যায়, উপজেলার একতাবদ্ধ সংগঠনটি ২০২১ সাল থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে। তারা এলাকার আপদ কালিন সময়ে এবং মহামারি করুনা ভাইরাস আক্রান্তের সময়ে নিরবচ্ছিন্ন ভাবে জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করে স্থানীয়দের সুনাম কুড়িয়েছেন। মঙ্গলবার একতা সংগঠনের সভাপতি সামিউল আলম গালিব বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের সংগঠনটি এগিয়ে চলেছে। এলাকাবাসীর সহায়তা পেলে ভবিষ্যতে আমরা অনেক দুর পর্যন্ত এগিয়ে যেতে পারবো”।