বগুড়ার গাবতলী বাগবাড়ি ফাজিল মাদরাসার শিক্ষকদের মারপিট ও আসবাব পত্র ভাংচুর করে ক্ষতিসাধন করায় শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ২ জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। মাদরাসার অধ্যক্ষ বাদী হয়ে থানায় ৪ জন সহ অজ্ঞাত ১০ জনপর নামে মামলা দায়ের করেছেন।
থানার মামলা সুত্রে জানাগেছে, গাবতলী নশিপুর ইউনিয়নের বাগবাড়ি এস ইউ ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মামলার বাদী আব্দুর রহিম সহ শিক্ষকদেরকে পূর্বেথেকে আওয়ালীগনেতা মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে বিভিন্নভাবে হেনস্থা করা সহ ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়া আসছিলো।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায়
মাদ্রাসা চলাকালীন সময় পূর্ব পরিকল্পিত ভাবে দলবদ্ধ হয়ে একদল লোক হাতে বাশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড নিয়ে মাদ্রাসার ভিতরে প্রবেশ করে। তারা বাদী সহ মাদ্রসার শিক্ষক মন্ডলীর সহিত অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ওই সকল ব্যাক্তি ক্ষিপ্তহয়ে বাদী ও শিক্ষকদের মারধর ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
শিক্ষক মোঃ সহিদুল ইসলাম (৫৬) ও মামলার বাদী আব্দুর রহিমকে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা লোহার রড ও লাঠি সোটা দিয়ে শরীরে বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর আহত করে।
এছাড়াও মাদরাসার দরজা, জানালা, চেয়ার ও টেবিল ভাংচুর করে, জরুরী কাগজ পত্র ও বিভিন্ন ডকুমেন্ট নষ্ট করে, ৩৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ছুটে এসে আব্দুস ছালাম ও উজ্জল হোসেনকে আটক করে বাগবাড়ি ফাঁড়ির পুলিশের হাতে সোপর্দ করে। এঘটনায় অধ্যক্ষ আব্দুর রহিম বাদী হয়ে মোঃ আঃ সালাম, মোঃ উজ্জল হোসেন, আঃ
বাছেদ আকন্দ, আঃ বারী সহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওসি সেরাজুল হক থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দু'জনকে মঙ্গলবার (২৯ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।