বগুড়া গাবতলীতে কৃষকের আস্থার নতুন দিগন্ত জায়েন্ট এগ্রোর ইন্ডাস্ট্রিয়াল হাইব্রিড ভুট্টা- জিডি কিং এবং প্রোভিটা-৩৮০ প্রদর্শনী দিবস পালন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার উঞ্জুরখী গ্রামে
বিভিন্ন এলাকা হতে কয়েক শত কৃষক-কৃষাণী ও বীজ ব্যবসায়ীগন এই প্রদর্শনীতে অংশ গ্রহন করে।
উপস্থিত কৃষক কৃষাণীদের উদ্দেশ্য জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিটেড দুটি নতুন হাইব্রিড ভুট্টা জাতের প্রদর্শনীর ফলাফল প্রদর্শন করা হয়। এসময় জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব ড. মোঃ নূর জাহিদ জানান, জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিটেড আধুনিক প্রযুক্তি নির্ভর গবেষণার মাধ্যমে এ জাত দুটি বাজারজাত শুরু করেছেন। সর্বোচ্চ পুষ্টিমান সমৃদ্ধ, ফিডমিল সহ সকল শিল্পে ব্যবহারযোগ্য জাত হিসাবে সমাদৃত।
বিশেষ করে "প্রোভিটা-৩৮০" তে আছে প্রো-ভিটামিন “এ”যা মুরগির প্রজনন ক্ষমতা ও ডিম উৎপাদন বৃদ্ধি করে এবং প্রতি একশ গ্রাম দানায় প্রায় ৩৮০ কিলোক্যলোরী মেটাবোলাইজাল এনার্জি থাকায় মুরগির শক্তির প্রধান উৎস হিসেবে এই ভুট্টা ব্যবহৃত হয়। ডিসিএম লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আব্দুল মান্নান জানান, জাত দুটি বাংলাদেশের আবহাওয়ায় চাষের অনুকূল ও একর প্রতি প্রায় ২০০ মন ফলন পাওয়া যাবে। আগামীতে এই জাত দুটি বাংলাদেশের ভুট্টার গড় উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করবে আশাবাদব্যাক্ত করা হয়।