ঠাকুরগাঁওয়ে এক গণসংযোগ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেছেন, দলের কেউ যেন আওয়ামী লীগের মতো অপকর্ম না করে। যদি কেউ অন্যায় করে, তবে তাকে শক্ত হাতে দমন করতে হবে অথবা পুলিশের হাতে তুলে দিতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, “অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে।”
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতারা, স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ।
মির্জা ফখরুল বলেন, “জনগণ আমাদের ভালোবাসবে তখনই, যখন আমরা অন্যায় থেকে দূরে থাকব। আমাদের দলকে স্বচ্ছ রাখতে হলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর হতে হবে।” তিনি জেলা নেতাদের আহ্বান জানান, যেন তারা নিজেদের কর্মীদের আচরণ পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনে ব্যবস্থা নেন।
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল। আমাদের লক্ষ্য প্রতিহিংসা নয়, বরং একটি সুখী, সমৃদ্ধ ও ভালোবাসার বাংলাদেশ গড়া।”
আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তীব্র ভাষায় আক্রমণ করে মির্জা ফখরুল বলেন, “আপনারা গুম, খুন, লুটপাট, বাকস্বাধীনতা হরণ, ভোট চুরি করেছেন। জনগণ এসব ভুলে যায়নি।” তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন কারণ তিনি জানেন, জনগণ তাকে ক্ষমা করবে না।
তিনি বলেন, “যদি শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চান, তাহলে আমাদের কিছু করতে হবে না, জনগণই তার বিচার করবে।”
বিএনপি সরকার ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে নিরাপদ থাকবে বলে আশ্বাস দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, “আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি।”
নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, “এই অঞ্চলে উন্নয়ন হয়নি, কারণ এখানকার মানুষ বিএনপিকে সমর্থন করে। কেবল রাজনৈতিক মতের কারণে উন্নয়ন বঞ্চিত হওয়া গণতন্ত্রবিরোধী।”
আওয়ামী লীগ সরকারের আমলে গুম-নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, “১ হাজার ৭০০ মানুষ গুম হয়েছে। অনেককে আটকে রাখা হয়েছে বছরের পর বছর। আমরা ভয়াবহ এক ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি।”
গণসংযোগে তিনি দলীয় নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকে একত্রিত থাকার আহ্বান জানান এবং বলেন, “দল আপনাদের, ধানের শীষ আপনাদের, রক্ষা করার দায়িত্বও আপনাদের।”