বর্ষার ছায়া

রিদো | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:৪২ পিএম
বর্ষার ছায়া

নরম মেঘের চাদরে ঢাকা

আকাশ যেনো ভাবনায় রাখা।

ঝাপসা আলো, ধোঁয়াটে দিন,

বৃষ্টি নামে টুপটাপ সুরে বিন।


মাটির গন্ধÑঅপার্থিব মিষ্টি,

জমে থাকা ক্লান্তি ধুয়ে নেয় বৃষ্টি।

পাতার কোণে, জানালার পাশে,

জলের গল্প বাজে হাওয়ার আশে।


নদী গায় উন্মাদ সঙ্গীত,

ছোট্ট খালে বাজে সৃষ্টির চীৎ।

ছাতা হাতে শিশুরা দৌড়ায়,

কাদা মেখে পায়ে ছন্দ গড়ায়।


মেঘলা বিকেল, চায়ের ধোঁয়া,

স্মৃতিরা ভিজে যায় কথার হাওয়া।

কে যেনো দূর থেকে ডাকে মৃদুস্বরে,

‘‘এলো বর্ষাÑমন ভিজাও নতুন ছন্দে ঘরে।’’