আনিসুল, সালমান, মামুন ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:২০ পিএম | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:৪০ পিএম
আনিসুল, সালমান, মামুন ফের রিমান্ডে

রাজধানীতে গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত তিনটি পৃথক হত্যাকাণ্ডের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আবারও রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ সিদ্ধান্ত দেন, যা তদন্তকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার আদালতের দুটি পৃথক বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার মো. রাসেল হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। একইভাবে ভাটারা থানার মনির হোসেন হত্যা মামলায় সালমান এফ রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। অপরদিকে, বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এ নিয়ে এখন পর্যন্ত মামুনের মোট রিমান্ড হয়েছে ৯৫ দিন, সালমান এফ রহমানের ৫৮ দিন এবং আনিসুল হকের ৫১ দিন। প্রসঙ্গত, সালমান ও আনিসুলকে গত ১৩ আগস্ট এবং মামুনকে ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।

তিনটি মামলাই ২০২৪ সালের বৈষম্যবিরোধী ‘জুলাই আন্দোলন’কে কেন্দ্র করে সংঘটিত হয়।

ভাটারা হত্যা মামলা: ১৯ জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন মনির হোসেন। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় তার ভাই পারভেজ ফরাজী ২ অক্টোবর মামলা করেন।

বাড্ডা হত্যা মামলা: ৫ আগস্ট আন্দোলনের সময় গুলিতে নিহত হন আব্দুল জব্বার সুমন। মামলার বাদী তার মা।

যাত্রাবাড়ী হত্যা মামলা: একই দিনে সকালে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. রাসেল।

প্রতিটি মামলায় তদন্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট আসামিদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। মামুন ও সালমানের পক্ষে আইনজীবীরা জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করলেও, আনিসুল হকের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না। আদালত সমস্ত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

আপনার জেলার সংবাদ পড়তে