বাগেরহাটের মোল্লাহাটে একটি মামলা প্রত্যাহারে বাধ্য করতে বাদী মোঃ মামুন মিয়া ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে হেদায়েত মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার কোদালিয়া গ্রামে। আহত অবস্থায় মামুন মিয়াকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকটিম পরিবার জানায়, গত বছরের ৫ আগস্ট কোদালিয়া বাজারে হেদায়েত মোল্লার নেতৃত্বে ২৫-৩০ জন ব্যক্তি একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত মোঃ মামুন মিয়া বাদী হয়ে হেদায়েত মোল্লাসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে বাগেরহাট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
ওই মামলা দায়েরের পর থেকে হেদায়েত মোল্লা ও তার ছেলেরা মামুন মিয়াকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এমনকি তার শিশু সন্তানকে অপহরণের চেষ্টা চালানো হয়, যা স্থানীয়দের নজরে পড়লে অপহরণকারীরা পালিয়ে যায়।
অবশেষে মঙ্গলবার সকালে মামুন মিয়া যখন স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন, তখন তাদের পথরোধ করে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় অভিযুক্তরা। রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। তার স্ত্রী ও সন্তানরা প্রাণভয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও মামুনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর চালানো হয়।
স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে মামুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মামুন মিয়ার পরিবার।
এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।