কুড়িগ্রাম জেলার চর রাজিব পুর থানায় পুলিশের অভিযানে, আনিছুর রহমান(৩৭) ও নুরুন্নবী(৩০) কে ৫০পিছ ইয়াবা সহ আটক করেছে।
আনিছুর রৌমারি উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্ধা(নামাপাড়া) এলাকার আব্দুল আজিজুর পুত্র।
আর নুরুন্নবী একই উপজেলার চর লালকুড়া এলাকার মৃত আসমত আলীর পুত্র বলে জানাগেছে।
চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১ দিকে কোদালকাটি ইউনিয়নের রোহিঙ্গা পাড়া এলাকা থেকৈ আসামিদ্বয়কে আটক করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাসী করে ২ জনের নিকট থেকে ৫০ পিছ ইয়াবা উদ্বার করা হয়।
চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আমিনুল ইসলাম প্রতিনিধিকে জানান,আসামীদ্বয়ের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বুধবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।