ভূঞাপুরে গরু মোটাতাজা করণ সমিতির মাধ্যমে বিভিন্ন উপকরণ বিতরণ

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০৮ পিএম
ভূঞাপুরে গরু মোটাতাজা করণ সমিতির মাধ্যমে  বিভিন্ন উপকরণ বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ে গরু মোটাতাজা করণ সমিতির মাধ্যমে ৭০ জন সদস্যের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়ছে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ডেইরী প্রকল্পের আওতায় উপজেলা গরু মোটাতাজা করণ সমিতির মাধ্যমে ৭০ জন সদস্যের মাঝে বিভিন্ন উপকরণ বিতরন করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) ভূঞাপুর উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে রয়েছে জন প্রতি একটি করে ল্যাকটো মিটার, পানির পাম্প, ট্রলি, ফ্লোর ম্যাট ও বেলচা।

আধুনিকায়নের মাধ্যমে খামারগুলিতে রোগমুক্ত  সুস্থ্য গরু বৃদ্ধির লক্ষে এ কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার স্বপন চন্দ্র দেবনাথ।

অপরদিকে প্রাণী সম্পদ কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমিতিভুক্ত খামারিরা।

আপনার জেলার সংবাদ পড়তে