উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙ্গনের কবল ৫ ইউনিয়ন, বাধঁ নির্মাণের দাবি

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:৩৩ পিএম
উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙ্গনের কবল ৫ ইউনিয়ন, বাধঁ নির্মাণের দাবি

বরিশালের উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদীর ভাঙ্গনের কবল থেকে ৫ ইউনিয়নকে রক্ষার জন্য মানববন্ধ করেছে। এতে অংশ নিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধন ছিল জনতার ঢল। ৩০ এপ্রিল বুধবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন এর সভাপতিত্বে ও বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  মো. রফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় সন্ধ্যা নদী ঘেঁষে বড়াকোঠা ইউনিয়নের সাকরাল, নারিকেলি, চাউলাহার, এলাকায় ভাঙ্গন প্রতিরোধে বাধঁ নির্মাণের দাবিতে  এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারিকেলি এলাকায় এ মানববন্ধনে এসময় বক্তৃতা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.কাইয়ুম খান, উপজেলা যুবদলের সদস্য আনিচুর রহমান, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মনিরুজ্জামান মন্টু, সহ-সভাপতি হাফিজুর রহমান চুন্নু, ছরোয়ার হোসেন মৃধা, বড়াকোঠা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.রফিক মল্লিক, বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন,বড়াকোঠা ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী জাকের মল্লিক, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজাহান ঢালী, বড়াকোঠা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আনোয়ার হোসাইন. উপজেলা শিবিরের তদারককারী রমজান আলী, ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওঃ আবুল কালাম আজাদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ। 

এসময় বক্তারা বলেন উজিরপুর-সাতলা সড়কে সন্ধ্যা নদী ভাঙ্গনের কবলে ৫টি ইউনিয়নের লোকজন। পাশাপাশি রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা। এভাবে নদী ভাঙ্গন অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি, মৎস্য ব্যাহত হবে। হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে পথে বসার শঙ্কা রয়েছে। এ থেকে রেহাই পেতে অচিরেই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে মানববন্ধনে বক্তারা। অন্যাথায় পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন বিক্ষুব্ধরা।

 এ ব্যপারে  উজিরপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আলী সুজা জানান নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য বেড়িবাঁধ নির্মাণের জন্য জনগণের যৌক্তিক দাবি নিয়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। এছাড়া  নদী ভাঙ্গন রোধে অচিরেই ব্যবস্থা গ্রহনের জন্য চেষ্টা চালানো হচ্ছে।