ওসি ও দারোগার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:৩৯ পিএম
ওসি ও দারোগার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

ওসি ও একজন সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে আদালতে নালিশী মামলা দায়েরের প্রতিবাদে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। এসময় তারা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে স্থানীয় একটি কু-চক্রি মহলের প্রত্যক্ষ ইন্ধনে দায়ের করা এ মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি করেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের।

বিক্ষোভ মিছিলে ওই এলাকার নারী ও পুরুষরা অংশগ্রহণ করেন। এরআগে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ এনে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া এবং উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের বিরুদ্ধে গত ২৮ এপ্রিল বরিশালের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে নালিশি অভিযোগ দায়ের করেন নোয়াপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী আজাদ সরদারের স্ত্রী সুমা বেগম। স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ বন্ধ করে পারিবারিক কবরস্থানের নামে পাকা দেয়াল নির্মান করছিলেন সুমা বেগম। এসময় গ্রামবাসী তাকে নির্মান কাজে বাঁধা প্রদান করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, গত ১১ এপ্রিল জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারের কল পেয়ে ঘটনাস্থলে গৌরনদী মডেল থানার সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে যায়। তিনি সরেজমিনে গিয়ে জানতে পারেন নির্মিত দেয়ালের জমি নিয়ে আদালতে মামলা চলছে। তাই মামলা নিস্ফত্তি না হওয়া পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে এসআই নজরুল থানার চলে আসে। ওসি আরও জানান, থানা পুলিশের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণ করতে না পেরে প্রবাসীর স্ত্রী সুমি বেগম আদালতে মনগড়া একটি মিথ্যে নালিশী অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি এক লাখ টাকা ঘুষ দাবি ও থানায় এনে আটক করে রাখার অভিযোগ করেন। যা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। সেদিন কাউকে থানায় এনে আটক রাখা হয়নি। এমনকি টাকাও দাবি করা হয়নি বলেও ওসি উল্লেখ করেন।

তবে মোবাইল ফোনে মামলার বাদি সুমা বেগম এজাহারের প্রতিটি বিষয় সত্য দাবি করে বলেন, মামলা দায়েরের খবর ২৯ এপ্রিল দিবাগত রাতে গৌরনদীতে ছড়িয়ে পড়ার পর তাকে ও তার পরিবারের সদস্যসহ মামলার সাক্ষীদের স্থানীয় কতিপয় প্রভাবশালীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। তাদের হুমকির মুখে তিনি (সুমা বেগম) এখন নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও উল্লেখ করেন। আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বলেন, সুমা বেগমের দায়ের করা নালিশী মামলাটি বিচারক আদেশের জন্য রেখে দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে