দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের ও ৫নং সুন্দরপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ঢেপা নদী। ঢেপা নদীর মাকলা শাহা ঘাটের পুর্ব পাশ্বে মধ্য নদী খেকে প্রায় মাস খানেক যাবত দুইটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে দিন রাত বালু তুলছে। প্রায় ১৫-২০ টি ড্রাম ট্রাক দিয়ে এই অবৈধ বালু বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছে। ড্রাম ট্রাক কাঁচা রাস্তা দিয়ে বালু দিয়ে যাওয়ার ফলে রাস্তাগুলি খাল খনন্দকে পরিনত হয়েছে।
এলাকার লোকজন জানান, দিন রাত গাড়ী গুলি চলার কারনে রাতে শান্তিতে ঘুমাতে পারছে না লোজজন। ইটুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ মোফাজ্জল হোসেন বলেন, ড্রাম ট্রাক চলাচলের কারনে কাঁচা রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে এই সকল রাস্তায় চলাচল একে বারে বন্ধ হয়ে যাবে কাদার কারনে।
এব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সঙ্গে আমাদের প্রতিনিধির মুঠো ফোনে কথা হলে বালুর বিষয়ে। তিনি বলেন, বিষয়টি আমি দেখতেছি। কেউ যদি অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালূ উত্তোলন করে তাহলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।